ABP Ananda LIVE: ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ঘাসের বদলে, অ্যাস্ট্রোটার্ফের উপর হকি খেলা শুরু হয়েছিল। সেই থেকে প্রায় পাঁচ দশক পর প্রথম অত্যাধুনিক মানের অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম পেল বাংলা। রাজ্য সরকারের অধীনে কলকাতার যুবভারতীতে প্রায় নির্মিত এই স্টেডিয়াম।